শিরোনাম

পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষায় ১৭২ জন অনুপস্থিত

Views: 55

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে প্রশাসনের কঠোর নজরদারীতে ২৪টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১ম দিনে বাংলা বিষয়ে এইচএসসি পরীক্ষার ১৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

রবিবার (৩০ জুন) এইচএসসি পরীক্ষায় পটুয়াখালী জেলায় ২৪টি কেন্দ্রে ১০হাজার ছয়শত ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার আটজন অংশগ্রহণ করেন। এতে ১৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে জেলার পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ নিশ্চিত করেছে এবং পটুয়াখালী সরকারী কলেজ কেন্দ্রে একজন ছাত্রী বহিষ্কার হয়েছে।

আরো পড়ুন : দশমিনায় স্বামীর টাকা আত্মসাতের মামলায় জামিন পাওয়া স্ত্রীকে আদালত চত্বরে মারধর

উক্ত সূত্রে জানা গেছে, জেলার আটটি উপজেলায় ২৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ১০ হাজার ছয়শত আটজন ছাত্র- ছাত্রী অংশগ্রহণ করার কথা থাকলেও অংশ নিয়েছেন ১০ হাজার ৪৩৬ জন। ১৭২ জন অনুপস্থিত রয়েছে। যা গতবছরের চেয়ে ৯১ জন বেশী অনুপস্থিত রয়েছে। পটুয়াখালী সদর উপজেলায় পাঁচটি কেন্দ্রে ২৭৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৪২ জন, বাউফল উপজেলায় ছয়টি কেন্দ্রে ২৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছে ৪৩ জন, গলাচিপা উপজেলায় তিনটি কেন্দ্রে ১৪৪২ জনের মধ্যে অনুপস্থিত ২২ জন , কলাপাড়া উপজেলায় পাঁচটি কেন্দ্রে ১১৫২ জনের মধ্যে অনুপস্থিত ২৪ জন, মির্জাগঞ্জ উপজোয় একটি কেন্দ্রে ৮০৫ জনের মধ্য অনুপস্থিত ৯ জন, দশমিনা উপজেলায় একটি কেন্দ্রে ৫৯৫ জনের মধ্যে অনুপস্থিত ১৩ জন, দুমকি উপজেলায় দুইটি কেন্দ্রে ৭৬৭ জনের মধ্যে অনুপস্থিত ৭ জন ও রাঙ্গাবালী উপজেলায় একটি কেন্দ্রে ৪৯৩ জনের মধ্যে ১৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

আরো পড়ুন :পটুয়াখালী সদরসহ ১৩ টি উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহন

এইচএসসি পরীক্ষা নকল মুক্ত সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসক নুর কুতুবুল আলম এর নেতৃত্বে একটিসহ পাঁচটি ভিজিলেন্স টিম গঠনসহ প্রয়োজনীয় সংখ্যক আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে বলে উক্ত সূত্রে জানাগেছে ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *