মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী শহরের বেসরকারী ক্লিনিক “হলিটাচ হসপিটালে” গতরাতে (বুধবার) অস্ত্রোপচারের মাধ্যমে একে একে ৪ টি শিশুর জম্ম হয়েছে।
পটুয়াখালী পৌর শহরের ৩নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকার বাসিন্দা মাজাহারুল ইসলাম ও স্ত্রী সানজিদা দম্পতির ঘরে এই ৪ সন্তানের জম্ম হয়।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা বলেন, প্রথম থেকেই এই রোগী আমার তত্ত্বাধায়নে ছিল। রোগীর থাইরয়েড, ডায়বেটিস ও উচ্চ রক্তচাপ থাকার কারণে সিজারিয়ান অপারেশন এর মাধ্যামে ডেলিভারি করা হয়েছে। নবজাতকদের ঝুঁকি বিবেচনায় শিশু পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। মা সম্পূর্ন সুস্থ রয়েছে।
১ম ও ২য় সন্তান মেয়ে, ৩য় সন্তান ছেলে এবং ৪র্থ সন্তান মেয়ে হয়েছে।