পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়, যেখানে কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বক্তৃতা প্রদান করেন শিক্ষার্থী মো. নাঈম, সাগর হোসেন, নেছার উদ্দিন ও মিম আক্তার। তারা অভিযোগ করেছেন যে, বিগত সরকারের সময় একটি পক্ষ বাণিজ্য মেলার নামে কলেজ মাঠটি দখল করে নিয়েছে, যা এখনো উন্মুক্ত করা হয়নি। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানসিক বিকাশে বিঘ্ন ঘটছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাঠটি উন্মুক্ত করা না হলে তারা কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবেন।