শিরোনাম

পটুয়াখালীতে কিরাত ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত

Views: 6

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানের কিরাত সম্মেলন ও কাওয়ালি সন্ধ্যা। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবদুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম।

প্রধান আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) প্রেসিডেন্ট এবং বিশ্ববিখ্যাত ক্বারী শাইখুল কুররা শায়খ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী, যিনি মনোমুগ্ধকর কিরাত পরিবেশন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

অ্যাডভোকেট মো. নাজমুল আহসান

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর এবং ওয়েজীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল শাহ মুহাম্মদ নেছারুল হক

পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন

এছাড়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি সাইদুর রহমান খান, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি তাইমিয়া বিন হারুন এবং সেক্রেটারি মাহাদী হাসান নাহিদ উপস্থিত ছিলেন।

সন্ধ্যার পর কাওয়ালি পরিবেশন করেন সাইমুম শিল্পী গোষ্ঠীর গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী মাস্টার আবদুল্লাহ বিন ফয়েজ এবং হেভেন টিউন ব্যান্ডের গাজী আনাস রওশন। তাদের পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *