পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে তীব্র তাপদাহের মধ্যে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে দুইজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন- মোছা. কারীমা বেগম ও মো. ইমান ইসা।
আরো পড়ুন : ভাইরাল ভিডিও নিয়ে কুয়াকাটা পৌর ছাত্রলীগের সংবাদ সম্মেলন
বিষয়টি নিশ্চিত করে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ওবায়দুর রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা করিয়ে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। বর্তমানে তারা মোটামুটি সুস্থ রয়েছে। তবে অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
তিনি জানান, অনেক দিন পর স্কুল খুললে শিক্ষার্থীরা হাসিখুশি মনেই ক্লাস করছিল। কিন্তু বাইরে তাপদাহের মধ্যে ক্লাস শুরু হলে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এসময় ওই দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পরে। এ অবস্থা দেখে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ না ছিল ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপদে রাখার চেষ্টা করেছি।