পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী গোয়েন্দা পুলিশ এক কেজি গাঁজাসহ মোঃ কবির হোসেন গাজী (৪৭) নামে একজনকে আটক করেছে।
আটককৃত কবির পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হাফিজ গাজীর ছেলে। শুক্রবার ২৯ মার্চ দুপুর ১ টায় কবিরকে পৌরসভার জৈনকাঠী থেকে আটক করা হয়।
আরো পড়ুন : কোনো কালেই আমার কপালে সুখ জুটলো না’
ডিবির অফিস ইনচার্জ একেএম আজমল হুদা জানান গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সঞ্জীব কুমার সরকার এর নেতৃত্বে পটুয়াখালী পৌর শহরের জৈনকাঠী থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। এসময় আটককৃত ব্যক্তীর দেহ তল্লাশি করে নীল রংয়ের পলিথিন পাওয়া যায়। যার মধ্যে বাদামী রংয়ের কস্টেপ প্যাচানো একটি প্যাকেট থেকে এক কেজি পরিমান গাঁজা পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকা।
ধৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।