বরিশাল অফিস:: গাছ কাটতে বেশ ওপরে উঠেছিলেন কাঠুরে। গাছের উঁচুতে উঠতেই অচেতন অবস্থায় একটি ডালে আটকে যান তিনি। লোকজন চেষ্টা করে তাঁকে গাছ থেকে নামিয়ে আনতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাঠুরেকে নামিয়ে আনতে সক্ষম হন। আজ শনিবার পটুয়াখালীর কলাতলা হাউজিং মাঠের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
ওই কাঠুরের নাম মো. মামুন, তিনি দীর্ঘ ৩০ বছর ধরে এই এলাকায় গাছ কাটার কাজ করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার বেলা ১১টার দিকে কলাতলা হাউজিং মাঠের পূর্ব পাশে একটি রেইনট্রি গাছের ডাল কাটতে ওঠেন তিনি। দুপুরের দিকে গাছের চূড়ায় হঠাৎ তিনি অজ্ঞান হয়ে দুই হাত দুই দিকে ছড়িয়ে ডালের সঙ্গে আটকে যান। এ সময় স্থানীয় বাসিন্দা মো. ইসমাইল ও ফারুক মৃধা দেখে তাঁর কোনো সাড়া না পেয়ে অনেক চেষ্টা করেও মামুনকে নামাতে পারেনি।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে তাদের বিভিন্ন যন্ত্রের সাহায্যে ঘণ্টাখানেক চেষ্টার পর নামানো হয় কাঠুরে রফিককে। প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রথমে দেখতে পেয়ে নামানোর চেষ্টা করেও পারিনি, পরে দড়ি দিয়ে তাকে গাছে বেঁধে রেখে ফায়ার সার্ভিসকে খবর দেই এবং তাদের সঙ্গে সহযোগিতা করে তাকে উদ্ধার করি।’
এ বিষয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রেজওয়ান সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই এবং আমাদের দুইটি ইউনিটের সদস্যদের এক ঘন্টা পরিশ্রমের পরে তাকে উদ্ধার করি। প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে সুস্থ রয়েছে।’