পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের পূর্ব নওমালা গ্রামের ল্যাড়া মুন্সী বাড়ির নাসির মুন্সীর খড়ের গাদা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে বাউফল থানার পুলিশ ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, নাসির মুন্সী তার খড়ের গাদাটি জলিল মুন্সির কাছে বিক্রি করেন। গতকাল মঙ্গলবার বিকেলে জলিল মুন্সি খড়ের গাদাটি ভেঙ্গে নেওয়ার সময় আগ্নেয়াস্ত্রটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেন।
ওসি আরো জানান, ইংল্যান্ডের তৈরি ওই অস্ত্রটিকে রাইফেল টু টু বোর বলা হয়। এটিকে ব্যালেষ্টিক পরীক্ষা করে বিস্তারিত জানা যাবে কি ধরনের অস্ত্র। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি।