শিরোনাম

পটুয়াখালীতে ছাত্রদের হাতে ধরা পড়ল শিশুসহ পাচারকারী

Views: 36

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী চৌরাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালনকালে ছাত্রদের হাতে ধরা পড়ল এক শিশুসহ পাচারকারী নারী।

শুক্রবার (৯ আগস্ট) বিকেল চৌরাস্তায় যখন ছাত্ররা আনসার ও বিএনসিসি সদস্যদের সঙ্গে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। তখন হঠাৎ করে একটি অটো থেকে ৮-৯ বছরের একটি মেয়ে লাফিয়ে রাস্তায় পড়ে ছাত্রদের বলতে থাকে ‘আমাকে বাঁচান, উনি আমাকে জোর করে নিয়ে যাচ্ছেন।’

পরে ছাত্ররা ওই পাচার কারী মেয়েটিকে ধরে সেনাবাহিনীকে খবর দেন। শিশু পাচারকারী মেয়েটির নাম বিথী। তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি এক একজনকে এক এক ঠিকানা বলেন। কখনো বলেন পটুয়াখালী সদরে আবার কখনো বলেন কলাপাড়ায়। শিশুটি তার কী হয় জানতে চাওয়া হলে তিনি একবার বলেন তার সৎবোন হয় আবার বলেন পাশের বাড়ির।

আর শিশুটির কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে সে জানায়, ওই পাচারকারীকে চেনে না। খাবারের সঙ্গে কী যেন মিশিয়ে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এক পর্যায়ে সেনাবাহিনী শিশুটিসহ পাচারকারীকে আনসার সদস্যদের দিয়ে থানায় পাঠিয়ে দেয়া হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *