নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ পটুয়াখালীতে ঝটিকা মিছিল করেছে। শনিবার সকাল ৭টার দিকে শহরের থানাপাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়। নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক আদনান হাবিব খান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আমিনুর রহমান সিফাত খান।
মিছিলটি সদর রোড হয়ে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মিছিলকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবিতে তার ছবি ও ব্যানার পুড়িয়ে বিক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মাহমুদ বলেন, “মিছিলের খবর পেয়েছি। মিছিলকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ
ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে পটুয়াখালী জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন হাওলাদারের নেতৃত্বে এই মিছিলটি পটুয়াখালী সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর থানার সামনে অবস্থান নেয়।
বিক্ষোভে ছাত্রদলের নেতারা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানি গাজী ও পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বেলাল হোসেন।
বিক্ষোভের একপর্যায়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি ছাত্রদল নেতাদের আশ্বস্ত করে বলেন, “ছাত্রলীগের মিছিলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনাদের সহায়তা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম