শিরোনাম

কলাপাড়ায় জগন্নাথ মন্দিরে প্রতিমা ভাঙচুর

Views: 61

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে জগন্নাথ দেবের একটি নাট মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে প্রতিমার গা থেকে স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ওই মন্দিরের সিটিটিভি ফুটেজ দেখে এক দুর্বৃত্তকে খুঁজছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার কলাপাড়া উপজেলার পৌর শহরের শ্রী শ্রী জগন্নাথ নাট কেন্দ্রীয় মন্দিরে এ ঘটনা ঘটে। এসময় মন্দিরের শীতলা, মনসা ও কালী প্রতিমা ভাঙচুর করা হয়।

আরো পড়ুন : জনগণের সেবক হতে চান তরুণ প্রজন্মের আইডল “মেহেদী হাসান মিজান”

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ জানান, প্রাথমিক আলামত ও সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ক্যামেরায় দাড়িওয়ালা ও লম্বা পাঞ্জাবি পড়া একজনকে দেখা গেছে। তাকে ধরতে অভিযান চলছে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক দেবদাস মুখার্জী বলেন, দুপুর সোয়া একটার দিকে তারা ভাঙা প্রতিমা দেখতে পেয়ে থানায় জানান। বর্তমানে কলাপাড়ায় সব ধর্মের মানুষ শান্তি ও সম্প্রীতির বন্ধনে থাকলেও একটি চক্র পরিস্থিতি উত্তপ্ত করতে এ ঘটনা ঘটাতে পারে। থানায় মামলা করা হবে বলে জানান।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *