পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী এক মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে।
গত শুক্রবার (২৬ জুলাই) সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের শিয়াকাঠি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় নান্নু ও বাবুল গাজীর বিরুদ্ধে এই হামলার অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান গাজীর স্ত্রী সোনাবান বেগম। আর এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেও তিনি জানান।
রোববার (২৮ জুলাই) বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে সোনাবান বেগম আরও বলেন, ‘ঘটনার দিন আমার দুই সন্তান পৈতৃক জমিতে ঘর তুলতে গেলে নান্নু ও বাবুল গাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাধা দেয়। একপর্যায়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় খোকন, ফারুক ও রেখাসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
এদিকে অভিযোগের বিষয়ে নান্নু ও বাবুলের চাচা হাবলু গাজী বলেন, ‘এই জমি ১০০ বছর ধরে আমাদের ভোগদখলে আছে। বর্তমানে এ জমি নিয়ে আদালতে মামলা চলছে। আমরা হামলা করিনি, আমাদের বাড়িতে এসেই তারা হামলা করেছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা।