পটুয়াখালীতে দখল, দূষণ ও ডেঙ্গু নিয়ন্ত্রণে জলাধার উদ্ধার এবং ময়লা, আবর্জনা পরিষ্কার করার জন্য জেলা প্রশাসন একটি বিশেষ অভিযান শুরু করেছে।
শনিবার (৯ নভেম্বর) সকালে পটুয়াখালী শহরের টিবি ক্লিনিক সংলগ্ন এলাকায় সরকারি পুকুরের ময়লা আবর্জনা পরিষ্কার করার মাধ্যমে এই কর্মসূচী শুরু হয়। বিডি ক্লিন পটুয়াখালী, স্থানীয় যুবক, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এই কর্মসূচী বাস্তবায়নে কাজ করছে। শহরের বিভিন্ন এলাকায় ভাগ হয়ে কাজ করবে এই দল এবং পুকুরের সব ময়লা পরিষ্কার করা হবে।
পানি ব্যবহারের উপযোগী রাখতে এসব জলাধারের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করা একান্ত প্রয়োজন। এজন্য স্থানীয় বাসিন্দাদেরও এই অভিযানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে জেলা প্রশাসন থেকে।
এ সময় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন এই উদ্যোগের মাধ্যমে শহরের পরিবেশের উন্নয়ন এবং জলাধারের পানি নিরাপদে ব্যবহারের উপযোগী করতে কাজ করছে। এটি স্থানীয়দের জন্য একটি বড় পদক্ষেপ, যাতে করে দীর্ঘমেয়াদে পরিবেশ দূষণ কমানো সম্ভব হবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম