পটুয়াখালী প্রতিনিধি :
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে রেলি আলোচনা সভা ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মার্চ) সকালে সার্কিট হাউস প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য রেলি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি স্কয়ার মাঠে গিয়ে শেষ হয়।
রেলি শেষে ডিসি মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সহ ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ, রোভার স্কাউট, বিএনসিসি, স্কুল-কলেজের শিক্ষার্থী বৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মাঠ মহড়া অনুষ্ঠিত হয় সেখানে ভূমিকম্প ও অগ্নিকান্ড হলে করণীয় সম্পর্কে ধারণা দেয়া হয়।