শিরোনাম

পটুয়াখালীতে জিংক সমৃদ্ধ ধান-চাল সংগ্রহ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Views: 87

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে বায়োফর্টিফাইড ধান সংগ্রহ এবং সামাজিক সুরক্ষায় জলবায়ুবান্ধব মসুর ডাল ও চালের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০ টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ি উপ-পরিচালকের সম্মেলন কক্ষে গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশন (গেইন) এর সহায়তায় জেলা খাদ্য অধিদপ্তরের আয়োজিত বায়োফর্টিফাইড ধান সংগ্রহ এবং সামাজিক সুরক্ষায় জলবায়ুবান্ধব মসুর ডাল ও চালের ভূমিকা বিষয়ক কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে বায়োফর্টিফাইড ধান-চাল সংগ্রহ এবং সামাজিক সুরক্ষায় জলবায়ুবান্ধব ধান ও মসুর ডাল উৎপাদন বিষয় প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন গেইন এর প্রজেক্ট ম্যানেজার আহমেদ শিহাব জামান।

আরো পড়ুন : ২৪ ঘণ্টার ব্যবধানে কলাপাড়ায় ফের ধরা পড়ল রাসেলস ভাইপার

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এসএম নুরুল আখতার নিলয়, মেডিকেল অফিসার ডা. মো. তৌফিকুর রহমান, ব্রি- বরিশালের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয় লাল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাফর খান, সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা এইচ এম রেজাউল করিম, গলাচিপা উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল আল মামুন, এসডিএ নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন, ব্র্যাক জেলা সমন্বয়কারী মো. নেফাজ উদ্দিন, কারিগরি পরিদর্শক মো. নাঈম হোসেন, কৃষক সুমন চন্দ্র মিস্ত্রী, কৃষানি মাকসুদা প্রমুখ।

কর্মশালায় জেলা খাদ্য ও কৃষি বিভাগের উপজেলা সমূহের কর্মকর্তা, কৃষক, কৃষানি, মিলারসহ বিভিন্ন শ্রেনী পেশার ৬০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *