পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর তালিকাভুক্ত সন্ত্রাসী ও ব্যাংক ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজিসহ ৮ মামলার আসামি সোহাগ মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাত ২টায় সেনাবাহিনীর সদর উপজেলা ক্যাম্প ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহাগ মাঝি নামে এক চিহ্নিত অপরাধীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আসে। তার বিরুদ্ধে সদর থানায় ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি এবং ঢাকা সিএমএম আদালতে ব্যাংক ডাকাতির মামলায় জড়িত থাকার অভিযোগসহ আটটি মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর আর্মি ক্যাম্প থেকে ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির কমান্ডিং অফিসারের নেতৃত্বে থানা পুলিশসহ লোহালিয়া গ্রামে অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে সোহাগ মাঝিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোহাগ মাঝি সম্প্রতি এলাকায় একটি চাঁদাবাজি এবং অপরাধমূলক নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন। তার বিরুদ্ধে নিয়মিত আটটি মামলা থাকায় পুলিশ তাকে খুঁজছিলো।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, গ্রেপ্তার সোহাগ মাঝির বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় পাঁচটি, গলাচিপা থানায় একটি, ডিএমপির পল্টন ও হাতিরঝিল থানায় দুটি মামলা রয়েছে।
সোহাগ পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের রাফেজ মাঝির ছেলে।