শিরোনাম

পটুয়াখালীতে দুর্গাপূজার আমেজ শুরু, ব্যস্ত প্রতিমা কারিগররা

Views: 141

মো: আল-আমিন (পটুয়াখালী): আগামি ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শুরু হবে দূর্গাপূজা। তাই পাড়া মহল্লাসহ প্রতিটা মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরি ও সাজ সজ্জার কাজ। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপে মণ্ডপে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

পটুয়াখালীর ৮ উপজেলার ২০০টি মন্দিরে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব দূর্গাপূজা। প্রতিটা মন্দিরেই প্রতিমাসহ সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিমা তৈরিতে নাড়াকুটার কাজ শেষ। চলছে শেষ মুহূর্তের মাটির কাজ। এছাড়া লাইটিং ও প্যান্ডেল সাজানোর কাজও চলছে। অধিকাংশ মন্দির থেকে এক কিলোমিটার এলাকাজুড়ে থাকছে লাইটিংয়ের ব্যবস্থা। দুই চার দিনের মধ্যেই শুরু হবে রংয়ের কাজ।

২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ঢাকের বাদ্যে মেতে উঠবে জেলার হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। দেবী দূর্গার আগমনে দূর হবে সকল অশুভ শক্তি। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এ উৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে পূজা উদযাপন পরিষদ।

এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিটি মণ্ডপে থাকবে পুলিশের নজরদারিসহ সিসি ক্যামেরা।

কলাপাড়া শ্রী শ্রী জগন্নাথ নাট মন্দিরের প্রতিমা কারিগর দেবাশীষ জানান, আজকের মধ্যেই আমাদের মাটির কাজ শেষ হবে। দুই থেকে তিন দিন পরই আমরা রংয়ের কাজ শুরু করবো। পূজা উদযাপনের তিন চার দিন আগেই আমাদের প্রতিমা তৈরির কাজ শেষ হবে। পূজা উদযাপন কমিটি প্যান্ডেল তৈরি থেকে শুরু করে আনুষঙ্গিক কাজ শেষ করেছে।

চিংগড়িয়া সার্বজনিন দুর্গা মন্দিরের প্রতিমা কারিগর উত্তম জানান, নাড়াকুটার কাজ আমরা অনেক আগেই শেষ করেছি। দিনরাত মিলিয়ে প্রতিমা তৈরির কাজ করছি। আজ আমাদের মাটির কাজ শেষ হবে। মাটি শুকানোর পরই আমরা রংয়ের কাজ শুরু করবো। এখানে পূজা উপলক্ষে ৫ দিন ব্যাপী উৎসব চলবে।

পটুয়াখালী পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এড. সঞ্জয় কুমার খাসকেল জানান, আমাদের জেলা প্রশাসন এবং পূজা কমিটির সভা হয়েছে। আমাদের বেশির ভাগ মণ্ডপের দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি আশি ভাগ কাজ শেষ হয়েছে। এ উৎসব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার। তাই আমরা সবাইকে এ উৎসব উপভোগ করার আহ্বান জানাচ্ছি।

পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম জানান, আমাদের জেলার প্রতিটা মণ্ডপে পূজা চলাকালীন সময় আনসার সদস্য এবং পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি আমাদের টহল টিম মাঠে কাজ করবে। এছাড়া প্রতিটা মণ্ডপই সিসি ক্যামেরার আওতায় থাকবে। আশা করছি শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা শেষ হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *