শিরোনাম

পটুয়াখালীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

Views: 55

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে কলাপাড়া নাগরিক উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুন) সকাল ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগ আহবায়ক কমরেড নাসির তালুকদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান সিকদার, ধানখালী ডিগ্রি কলেজের প্রভাষক মো. জিসান আলমগীর সহ স্থানীয় ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তারা কলাপাড়ায় বিদুৎতের নানা অনিয়মের প্রতিবাদ জানিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানান।

আরো পড়ুন : পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিট বন্ধ, বেড়েছে লোডশেডিং

এসময় তারা বলেন, তাপবিদ্যুতের জন্য কলাপাড়ার মানুষ বাড়িঘর, মসজিদ, মন্দীর, গোরস্থান সবকিছু দিয়ে তারা বাস্তহারা হয়েছে। তাই এখান থেকে উৎপাদিত বিদ্যু সরাসরি কলাপাড়াবাসিকে দিয়ে অন্যত্র বিতরণ করতে হবে।
এছাড়াও চলমান এই পরিস্থিতির উন্নতি না হলে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন তারা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *