শিরোনাম

পটুয়াখালীতে পায়রা বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সাময়িক বন্ধ

Views: 10

পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে কেন্দ্রটির প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। এর আগে, গত ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশে পার্শ্ববর্তী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট নতুন বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন স্থাপনের জন্য পায়রার বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছে। পায়রা বিদ্যুৎকেন্দ্রের সহকারী ম্যানেজার (তদন্ত) শাহ মনি জিকো জানান, আগামী সাত দিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হবে।

জানা গেছে, পায়রার ধানখালী এলাকায় নির্মিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট (আরএনপিএল) বিদ্যুৎকেন্দ্রের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। জানুয়ারি মাসে এটি পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। আমতলী উপজেলায় নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রের সুইচিং স্টেশনের সঞ্চালন লাইন স্থাপন কাজের জন্য পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সাময়িক বন্ধ করা হয়েছে।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের সহকারী ম্যানেজার শাহ মনি জিকো বলেন, “৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ করা হয়। এরপর সঞ্চালন লাইন স্থাপনের নির্দেশে প্রথম ইউনিটের উৎপাদনও বন্ধ রাখা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে উৎপাদন পুনরায় শুরু হবে।”

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, “আমাদের সুইচিং স্টেশনসহ প্রয়োজনীয় নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে।”

পটুয়াখালীর এই বিদ্যুৎ প্রকল্পগুলো দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *