পটুয়াখালী প্রতিনিধি :: নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে দীর্ঘ এক বছর আলাদা থাকার পর রাস্তায় স্ত্রীকে দেখতে পেয়ে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য ‘আমার বউ আমার বউ’ বলে টানাটানি করেন লিটন আকন নামের যুবক।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে। একটি ছেলে একটি মেয়ের হাত ধরে টানাটানি করছে, দু-একজন ছেলেটিকে বাধা দিচ্ছে এমন দৃশ্য দেখতে ভীড় করে উৎসুক জনতা। অনাকাঙ্খিত ঘটনাটি থামাতে আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন তাদের ডেকে তার চেম্বারে নিয়ে যান এবং স্বামী-স্ত্রীর জেনে তাদেরকে বাড়িতে গিয়ে ঝামেলা নিরসন করতে বলেন।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের হাওলাদার বাড়িতে বসে মিমাংসা হলে শুক্রবার (১২ জুলাই) বিকেলে শ্বশুরবাড়ী থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে নিজ বাড়িতে ফেরেন লিটন। সামনের দিনে সুন্দর ভাবে একত্রে জীবনযাপনের প্রত্যয় ব্যাক্ত করেন এই দম্পতি।
জানা গেছে, এক বছর আগে দাম্পত্য কলহের কারণে রাগ করে বাবা মায়ের কাছে চলে যান লিটনের স্ত্রী ফাতেমা আক্তার মুন্নি। এরপর তাকে বারবার ফিরে আসতে বললেও না ফিরে আসায় ক্ষিপ্ত হয়ে মুন্নি ও তার বাবা মা ভাইয়ের নামে আদালতে মামলা করেন লিটন। মামলায় আদালতে হাজির হতে আসলে স্ত্রীকে দেখে আবেগে আপ্লুত হয়ে তাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য হাতধরে টানাটানি করেন তিনি।