শিরোনাম

পটুয়াখালীতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Views: 13

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বৃহষ্পতিবার সকাল ৬:৩০ টায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। পটুয়াখালী সদর রোডে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় সংগীত এবং দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া এবং সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেলুন এবং ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি কাজি মাহাবুব হোসেন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সদস্য সচিব এড. হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, যুবদল নেতা গাজী আশফাকুর রহমান বিপ্লব, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির মাহমুদ, মৎস্যজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম শাহিন এবং সাধারণ সম্পাদক শাহআলম হাওলাদার।

এছাড়া তাঁতী দলের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তাহের, সদস্য সচিব আরিফুর রহমান রানা, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাইউম সিকদার এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আমিনুল ইসলাম সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া কৃষকদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও এই আয়োজনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, এই দিবসটি দেশের জনগণের অধিকার রক্ষার জন্যে সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানের শেষে দেশের সমৃদ্ধি ও শান্তির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *