পটুয়াখালী প্রতিনিধি :: বিএনপির সমাবেশে লাঠিসোঁটা নিয়ে হামলা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পটুয়াখালীতে আয়োজিত সমাবেশে হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (৩ জুলাই) সকাল ১০টায় জেলা শহরের হোটেল আল কায়সারের পেছনে এই হামলার ঘটনা ঘটে। একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে হামলা করে বলে নেতাকর্মীরা অভিযোগ করেন।
আরো পড়ুন : দুমকিতে জেলেদের চাল আত্মসাৎকারী চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
এর আগে সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন ও জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি উপস্থিত ছিলেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম বলেন, ‘কারা হামলা চালিয়েছে তা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।