পটুয়াখালী প্রতিনিধি :: বিশ্ব ডিম দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের সভা কক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে বিশ্ব ডিম দিবসের প্রতিপাদ্য “ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান।
কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মারুফ বিল্লাহ খান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফাহিমা ইসলাম লিজা, দশমিনা উপজেলা এলও কৃষিবিদ শুভেন্দু সরকার, মির্জাগঞ্জ উপজেলা এলও ডাঃ মো. আলাউদ্দিন মাসুদ। আরও বক্তব্য রাখেন লেয়ার খামারি মো. রাসেল হাওলাদার। বিশ্ব ডিম দিবসের তাৎপর্য ও ডিমের উৎপাদন এবং ডিমের গুনাগুন বিষয়ে প্রেজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন পটুয়াখালী সদরের এলইও কৃষিবিদ মো. সহিদ হাসান।
বক্তার বলেন, ‘ডিম’ একটি সুপার ফুড, ডিমে সকল ধরনের রোগ প্রতিরোধের গুন রয়েছে। ডিম মানুষের শক্তি বৃদ্ধি করে। ডিম উৎপাদন করে এবং ব্যবসা করে শত শত খামারিরা ও ব্যবসায়ীরা সাবলম্বী হয়।
এর আগে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি র্যালী বের করে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রাণিসম্পদ দপ্তর সহ বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ দপ্তেরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহন করেন।