পটুয়াখালী প্রতিনিধি:
‘শান্তির জন্য পানির ব্যবহার’ এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস।
দিবসটি উদযাপন উপলক্ষে ২২ মার্চ শুক্রবার সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হাসান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন সুবিধাভোগী এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পানির অপর নাম জীবন, সেই জীবনকেই আমরা বিভিন্ন উপায়ে অপচয় করছি। ইতোমধ্যে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। আমরা নিরাপদ পানযোগ্য পানির সংকটে ভুগছি। তাই নিরাপদ পানির যোগান ও অপচয় রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।