শিরোনাম

পটুয়াখালীতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

Views: 22
পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সকল সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৪, শনিবার সকাল ১১ টায় পৌর নিউমার্কেট চত্বর থেকে পটুয়াখালী জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, মৎস্যজীবিদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি সদর রোড দিয়ে প্রেসক্লাব হয়ে লঞ্চ টার্মিনালের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম লিটন বলেন, “ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার খুনি হাসিনা পালালেও তার দোষর ও পেতাত্মারা শহরে প্রকাশ্যে ঘোরাঘুরি করে এবং বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলার মাটিতে বহু নিরীহ শিক্ষার্থীসহ সাধারণ জনগণের প্রাণ ঝরেছে। জনগণকে শান্তিতে থাকতে দিন। মামলার আসামী হয়ে কিভাবে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা শহরে প্রকাশ্যে কর্মকাণ্ড চালায়?”
তিনি আরো বলেন, “প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়, জনগণ ও ছাত্রজনতা ছাড় দিবে না। আমরা পরিবেশ ঘোলাটে করতে চাই না, বিএনপি নৈরাজ্যে বিশ্বাসী নয়।”
এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে পটুয়াখালী জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, মৎস্যজীবিদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *