শিরোনাম

পটুয়াখালীতে ভরা মৌসুমেও সবজির দাম চড়া

Views: 47

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীতে হঠাৎ করেই বেড়েছে শীতকালীন সবজির দাম। কয়েক দিন ধরে সরবরাহ ঘাটতির অজুহাতে পাইকারী ও খুচরা বাজারে ধাপে ধাপে বিভিন্ন সবজির দাম বাড়ানো হচ্ছে।

তবে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির কথা বলছে কৃষি বিপণন কর্তৃপক্ষ।

শীতকালীন সবজিতে বাজার যখন সয়লাব, সে সময়ে সবজীর দাম নিয়ন্ত্রণে থাকার কথা থাকলেও পটুয়াখালীর সবজির বাজারে এখন উল্টো চিত্র।

সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ২০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত। এমন পরিস্থিতিতে বাজার করতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

এজন্য সরবরাহ ঘাটতিসহ নানা অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিক্রির পরিমাণ কমে গেছে বলে জানান বিক্রেতারা।

এদিকে, অভিযোগ পেলে পদক্ষেপ নেয়ার কথা জানান জেলা কৃষি বিপনন অফিসের মাঠ ও বাজার পরিদর্শক প্রহলাদ চন্দ্র সাহা।

পটুয়াখালীতে যেসব শীতকালীন সবজি বিক্রি হয় তার বড় একটি অংশ জেলার বাইর থেকে আমদানি করা হয়। সাম্প্রতিক সময় হরতাল অবরোধসহ রাজনৈতিক অস্থিরতাকে পুঁজি করেও কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি করার অভিযোগ আছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *