শিরোনাম

পটুয়াখালীতে মন্দিরে চুরি, স্বর্ণালঙ্কার লুট

Views: 45

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নে শ্রী শ্রী শ্যামসুন্দর মদন মোহন জিউর মন্দিরে পিতলের প্রতিমা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার গভীর রাতে ললিতা হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্দির কমিটির সভাপতি গৌতম দেবনাথ।

অভিযোগে জানানো হয়, আজ ভোরের দিকে মন্দিরের সেবায়েত অমরি দেবনাথ প্রণাম করার উদ্দেশ্যে মন্দিরে গিয়ে দেখে মন্দিরের লোহার গেট ভাঙ্গা। এ সময় মন্দিরে থাকা পাঁচটি পিতলের প্রতিমা, স্বর্ণালঙ্কার ও দানের নগদ অর্থসহ আনুমানিক দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।

মন্দিরের সেবায়েত অমরি দেবনাথ বলেন, আমি রাতে সেবা পূজা শেষ করে মন্দিরে তালা দিয়ে ঘরে যাই। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে মন্দিরে গিয়ে দেখি মন্দিরের গ্রিল ভাঙ্গা ও মন্দিরের সব মালামাল এলোমেলো। তখন মন্দিরের মধ্যে ঢুকে দেখি ভিতরে ঠাকুরের বিগ্রহ নাই। ঠাকুরের গলায় ও হাতে সোনা-রুপার অনেক অলঙ্কার ছিল। মন্দিরে নগদ টাকা ছিল, সেগুলো কিছুই নেই। পরে আমি চিৎকার দিলে আশেপাশের লোকজন চলে আসে।

মন্দিরের সভাপতি গৌতম দেবনাথ বলেন, আমি সকালে ঘুমানো ছিলাম নিজ ঘরে। মন্দিরের সামনে চিৎকার শুনে দৌড়ে যাই। গিয়ে দেখি মন্দিরের দরজা ভাঙ্গা। আর ভেতরে প্রতিমার কয়েকটি কাপড় ও কয়েকটি ছবি ব্যতীত আর কিছুই নাই। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মৌকরন ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য কাজী সুমন জানান, তিনি মন্দির চুরির ঘটনাটি জানতে পেরেছেন। নিজে মন্দির পরিদর্শন করেছেন। মন্দিরের দরজা ভাঙ্গা দেখতে পেয়েছেন। এ বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন তিনি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *