শিরোনাম

পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী দিবস পালিত

Views: 58
“মাদককে না বলুন,শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলি ”এই প্রতিপাদ্য নিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং শপথ বাক্য পাঠ করা হয়েছে।
সকাল ১০ টায় শহরের সার্কিট হাউস প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আব্দুল্লাহ সাদীদ, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশিল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *