মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীতে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখে বাবার মৃত্যু হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের পুরাতন বাজার বনিক পট্টি এলাকার এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্বর্না দেবনাথ (২৬) পটুয়াখালী সরকারি কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন ও তার বাবা শ্যামল দেবনাথ (৬৫) একজন কাপড় ব্যাবসায়ী। তারা পুরাতন বাজার বনিক পট্টি এলাকার স্থায়ী বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ে স্বর্নাকে নিজ ঘরে এসে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে তার বাবা শ্যামল সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে স্বজনরা পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক স্ট্রোকজনিত কারণে মারা গেছেন বলে নিশ্চিত করেন।
তবে স্বর্নার গলায় ফাঁস দেয়ার বিষয়টি তার পরিবারের সবাই অস্বীকার করে। তা ছাড়া এ বিষয়ে তার পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, স্বর্না গলায় ফাঁস দেয়ার কারণে মারা গেছেন বলে তাদের প্রাথমিক ধারণা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এরপরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এটি আত্মহত্যা নাকি অন্যকিছু সেটি তদন্ত শেষে জানা যাবে।