শিরোনাম

পটুয়াখালীতে যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন গাজীর দলীয় পদ স্থগিত

Views: 15

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন গাজীর দলীয় পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সুমন গাজীকে সকল দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, দলের গঠনতন্ত্র ও নীতিমালার পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। দলীয় সুনাম ও ঐক্য রক্ষার্থে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে যুবদলের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, সুমন গাজীর বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *