শিরোনাম

পটুয়াখালীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Views: 65

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সদর উপজেলা প্রশাসন।

৯ জুলাই, মঙ্গলবার সকালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের হেতালিয়া বাঁধঘাট এলাকায় থাকা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর। অভিযানকালে শতাধিক পাকা-আধাপাকা দোকানপাট উচ্ছেদ করা হয়।

আরো পড়ুন : পটুয়াখালীতে খাস জমি বন্দোবস্ত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর বলেন, পৌরসভায় খাল ও নদীর মধ্যে যত অবৈধ স্থাপনা ছিল তারই অংশ বিশেষ হিসেবে বহালগাছিয়া খালের ওপরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *