মো:আল-আমিন,পটুয়াখালী: সারা বাংলাদেশের ন্যায় পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী । দিবসটি উপলক্ষে জেলা শ্রমিক লীগের আয়োজনে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে (মুরালে) পুষ্পস্তবক অর্পণ করেন শ্রমিক লীগের নেতা কর্মীরা।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ উজ্জ্বল বোষ, জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুর মুর্যালে ফুল দিয়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ গাজী হাফিজুর রহমান ছগীর, জেলা শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।