পটুয়াখালী প্রতিনিধি : পবিত্র রমজান উপলক্ষে প্রাণিজ আমিষ নিম্ন আয়ের জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে ন্যায্যমূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মো: নূর কুতুবুল আলম।
এখান থেকে গ্রাহক প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, ১ লিটার দুধ ৬৫ টাকা ও এক ডজন ডিম ১১০ টাকা হারে ক্রয় করতে পারবে।
এদিকে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম কিনতে পেরে সাধারাণ মানুষ তাদের স্বস্তির কথা জানিয়েছে।
অটোচালক আবুল বাশার জানান, ৬৫০ টাকা করে ২ কেজি গরুর মাংস কিনতে পেরে আমি খুবই খুশি।
আরো পড়ুন : পটুয়াখালীতে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, ডেকে নিয়ে প্রেমিককে খুন করেন স্বামী
ন্যায্যমূল্যে দুধ, ডিম এবং গরুর মাংস কিনতে আসা আমান উল্লাহ জানান, রমজান ছাড়াও মাসে কমপক্ষে দুইবারও যদি এই কার্যক্রম চালু রাখে তাহলে আমরা একটু হলেও স্বস্তি পেতাম।
গৃহীনি বুশরা বেগম জানান, প্রতিটি ডিমের দাম ৯ টাকা শুনে নিতে এলাম। সরকারকে ধন্যবাদ জানাই আমাদের কম দামে দুধ, ডিম দেওয়ার জন্য।
পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: ফজলুল হক সরদার জানান, সরাসরি স্থানীয় খামারিদের সম্পৃক্ততায় এই কার্যক্রম। আমাদের দেশে রমজান আসলেই দ্রব্যমূল্যের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ অসুবিধায় পড়েন। রমজানে আমিষের ঘাটতি পূরণ করতে পারেন না। সেই বিবেচনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসক এবং জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করছি।