শিরোনাম

পটুয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে কারাগারে বিএনপি নেতা

Views: 87

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (১ জুলাই) অভিযুক্ত বিএনপি নেতা মো. কামাল হোসেন মোল্লাকে (৪৮) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।

কামাল মোল্লা পূর্ব সুবিদখালী গ্রামের আসমান আলী মোল্লার ছেলে ও উপজেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।

মামলার এজাহার থেকে জানা গেছে, প্রায় ৩০ বছর পূর্বে কামাল মোল্লার সঙ্গে বিবাহ হয় ভুক্তভোগী ওই নারীর। কামাল মোল্লার সুবিদখালী বাজারে গার্মেন্টসের দোকান রয়েছে। তাদের দুটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুক দাবি করলে ভুক্তভোগীর ভাই আমেরিকা প্রবাসী হওয়ায় বিভিন্ন সময়ে টাকা দিয়ে আসছে। সর্বশেষ ২০০৮ ও ২০০৯ সালে আবারো ৩০ লাখ টাকার যৌতুক দাবি করলে ভুক্তভোগীর ভাইয়েরা ২২ লাখ টাকা পরিশোধ করেন।

আরো পড়ুন: গলাচিপায় অর্থনৈতিক শুমারিতে অগ্রাধিকার পায়নি বেকার যুবরা

কিছু দিন ধরে আবারো তার ভাইয়ের কাছ থেকে ২০ লাখ টাকা এনে দিতে বলেন। না আনলে আর তার সঙ্গে ঘর সংসার করবে না বলে হুমকি দেয়।

ঘটনার দিন ২৪ জুন দুপুরে ডাইনিং রুমে বসে পুনরায় টাকা দাবি করলে ভাইকে জানাতে অপারগতা প্রকাশ করলে ডাইনিং এ থাকা প্লাষ্টিকের চেয়ার দিয়ে আঘাত করলে বাম হাতের কনুই এবং কব্জি ভেঙে যায়। পরে ছোট মেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *