পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী মো. আল আমিন হাওলাদারের বিরুদ্ধে তার স্ত্রী জুঁইকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জুঁইয়ের মা লিপি বেগম স্থানীয়দের সহযোগিতায় তার মেয়েকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসার পর জুঁই জানান, “বিয়ের আগে আমাদের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের পর থেকেই আল আমিন আমাকে প্রতারণা ও নির্যাতনের শিকার করছেন।”
এ ঘটনায় মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তিনি বলেন, “যদি অভিযোগ আসে, তবে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
এ ঘটনার পর এলাকাবাসী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে এবং সবাই আশা প্রকাশ করেছেন যে, এই ঘটনায় যথাযথ বিচার হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় মানবাধিকার কর্মীরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।