পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে নির্বাচনী সহিংসতায় সহিদুল ইসলাম মৃধা নামের এক যুবককে হত্যার দায়ে বাবা-ছেলেসহ একই পরিবারের ১৬ জনকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন আদালত। হত্যা মামলার ১৩ বছর পর এ রায় ঘোষণা করা হলো।
বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল কবির এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডিতরা হলেন সোহরাব সিকদার (৫০), আঃ রহমান সিকদার (৩০), আমিরুল সিকদার (২০), মুছা সিকদার (২৫), রাসেল সিকদার (১৮), আবুক্কর সিকদার (২০), মো. ছত্তার সিকদার (৫৫), জাকির সিকদার (৩০), হানিফ সিকদার (১৮), সেলিম সিকদার (৩৭), জালাল সিকদার (৩০), জাকির সিকদার (৩০), মামুন সিকদার (৩০), ইউছুব সিকদার (৪২), সানু সিকদার (৪০) ও সামসু মৃধা (৫৫)।
এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিটে অর্ন্তভুক্ত সহিদুল ইসলামকে (৩২) খালাস দেন আদালত। দণ্ডিতরা সকলে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা।