শিরোনাম

পটুয়াখালীতে হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

Views: 48

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে গত ৫ আগস্টে বিক্ষুব্ধ ছাত্র-জনতার সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত শহরের বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করছেন ৭ পদাতিক ডিভিশনের জিওসি বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন যান তিনি।

এ সময়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তার সঙ্গে ছিলেন। পরিদর্শনকালে জিওসি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তায় সার্বিক সহায়তা ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই দেশ জুড়ে চলছে নানা সন্ত্রাসী কার্যক্রম। পুলিশ স্টেশন জ্বালিয়ে দেয়া থেকে শুরু করে হামলা ভাঙচুরেসহ চরম নাশকতা বিরাজ করে। এদিকে ছাত্ররা বলছে তারা এসব কিছুর সঙ্গে জড়িত নয় । তাদের কে সমনে রেখে দুষ্কৃতকারীরা এ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *