শিরোনাম

পটুয়াখালীতে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের গণ অনশন

Views: 61

 

বরিশাল অফিস : পটুয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকাল-সন্ধ্যা গণ অনশন ও গণ অবস্থাম কর্মসূচি পালিত।

শুক্রবার (২২সেপ্টেম্বর) স্থানীয় লঞ্চঘাটস্থ সড়কে জেলা হিন্ধু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস এর সভাপতিত্বে সকাল-সন্ধ্যা গণ অনশন ও গণ অবস্থানকালে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক উত্তম কুমার দাস। গণঅনশনে বক্তব্য রাখেন জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ জগন্নাথ পাল, সহ-সভাপতি মংথান তালুকদার, সহ-সভাপতি স্বপন কর্মকার, সহ-সভাপতি পুষ্প রানী, সদর উপজেলা কমিটির সভাপতি স্বপন চক্রবর্তী, সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক স্বপন দাস, মহিলা ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. বিভা রানী সাহা, পৌর কমিটির সভাপতি চিনময় বণিক, সাধারন সম্পাদক রঞ্জন কর্মকার, শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি গৌতম চন্দ্র দাস, সাধারন সম্পাদক নিরোধ লাল বৈদ্য।

এ কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোতালেব মোল্লা, সাধারন সম্পাদক সমীর কর্মকার, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, বাসদের সমন্বয়কারী এ্যাড. জহিরুল আলম সবুজ।

সমাবেশে বক্তারা নির্বাচনী ইশতেহারে দেয়া সাত দফা দাবি বাস্তবায়ন-সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নে সরকারের পদক্ষেপ কামনা করেন। কোনোভাবেই স্বাধীন বাংলাদেশে বঞ্চনা, বৈষম্য, নিগৃহণ, নিপীড়নের শিকার হতে চান না। তারা অপেক্ষা করবে প্রধানমন্ত্রীর সক্রিয় উদ্যোগের জন্য।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *