শিরোনাম

পটুয়াখালীতে হিফজ সমাপনী ছাত্রদের দস্তারবন্দী প্রদান

Views: 70

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় হিফজ সমাপনী হাফেজ ছাত্রদের দস্তারবন্দী বা পাগাড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তাহিফজুল কুরআন মডেল মাদরাসার উদ্যোগে গত সোমবার রাত নয়টায় কলাপাড়া পৌরসভার বায়তুর রহমাত জামে মসজিদে এ দস্তারবন্দী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হুফফাজুল কুরআন মডেল ফাউন্ডেশন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহা. আল আমিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চলাভাঙ্গা দরবারের পীর হযরত মাওলানা সৈয়দ সা›য়াদ হোসাইন চিশতী।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বরগুনা তালতলীর মুফাচ্ছিরে কুরআন মাওলানা মুহা. আজিজুল হক মাদানী।

আরো পড়ুন : জনগণের সেবক হতে চান তরুণ প্রজন্মের আইডল “মেহেদী হাসান মিজান”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আমিরুর ইসলাম, বায়তুর রহমাত জামে মসজিদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, বায়তুর রহমাত জামে মসজিদের উপদেষ্টা আলহাজ মো. আমানউল্লাহ, তাহ্ফিজুল কুরআন মডেল মাদরাসা›র প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুহা. মাঈনুদ্দীন, বায়তুর রহমাত জামে মসজিদের ইমাম রাশেদুল ইসলাম প্রমুখ।

ওয়াজ ও দোয়া মাহফিল শেষে তাহ্ফিজুল কুরআন মডেল মাদরাসার আটজন হিফজ সমাপনী ছাত্রদের দস্তারবন্দী করেন মাওলানা সৈয়দ সায়াদ হোসাইন চিশতী।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *