পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী আলীপুর ভাই-ভাই (আবাসিক) হোটেলের ১১নং কক্ষ থেকে সফিকুর রহমান (৬৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ জুন) সকাল ১১টায় মহিপুর থানা পুলিশের সহায়তায় উদ্ধার করে তুলাতলী হাসপাতালে পাঠানো হয়।
হোটেলের রেজিস্টার ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দেখা যায়, নিহত মো. সফিকুর রহমান বান্দরবান সদরে কলেজ রোড ফরেস্ট কলোনির মতিউর রহমানের ছেলে।
আরো পড়ুন : বিয়ের দাওয়াত না দেওয়ায় প্রতিবেশীর হামলা – গৃহবধূ নিহত
হোটেল পরিচালক রাসেল মুসুল্লি বলেন, ২০২৩ (০১ ডিসেম্বর) সালে ব্যবসায়ীক কাজের একা থাকার জন্য আমার হোটেলের কক্ষটি ভাড়া নেন। কিছু দিন আগে অসুস্থতার কথা শুনেছি। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক ছিলো সবকিছু। গত কাল থেকে রুম বন্ধ দেখি এবং তার কোন আলাপচারি পাইনি। সকালে জানালা দিয়ে দেখা যায় খাটের পাসে পরে আছে। দ্রুত মহিপুর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে রুমের দরজা ভেঙে বের করা করেন।
মইপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার বলেন, হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে রুমের দরজা ভেঙে লোকটি উদ্ধার করে তুলাতলী ২০ শয্যা হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। আমাদের ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি হত্যা।