শিরোনাম

পটুয়াখালীতে ১০ম গ্রেডের দাবিতে ডিপ্লোমাধারী সার্ভেয়ার এর অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থাসংকট ধর্মঘট

Views: 55

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে অনির্দিষ্ট কালের জন্য (পূর্ণ দিবস) কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট।

সোমবার (৭’ই অক্টোবর) বেলা ১০ টায় আহবায়ক মোঃ শরীফুল ইসলাম ও সদস্য সচিব মোঃ মিরাজ হোসেন এর নেতৃত্বে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে সরকারের সকল মন্ত্রনালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার -সমমান পদে কর্মরতদের অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বস্তবায়ন করার দাবিতে তামদের আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন যাবত অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসের ১১ তারিখ বাংলাদেশের সকল জেলার, জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এবং বিভিন্ন সংস্থা দপ্তর প্রধানগণের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি আপনারা সফল ভাবে সম্পন্ন করেছেন এবং গত সেপ্টেম্বরের ১৬ তারিখে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলদের বৈষম্য ও দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরা হয় এবং ৩০ সেপ্টেম্বর এর মধ্যে আমাদের অধিকার ১০ম গ্রেড বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে ‘বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ অক্টোবর ১ তারিখ হতে লাগাতার কঠোর কর্মসূচি দেয়ার ঘোষনা দেয়া হয়। ইতোমধ্যে ১ অক্টোবর ২০২৪ খ্রি. হতে ৩ অক্টোবর ২০২৪ খ্রি. (সকাল ০৯:০০ থেকে দুপুর ০১:০০ পর্যন্ত) অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশৃঙ্খলভাবে পালন করা হয়েছে। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বরবার আবেদন ও তাগিদ প্রদান করা হলেও ন্যায়সঙ্গত অধিকার হতে বঞ্চিত করা হচ্ছে এবং এ বিষয়ে সরকারের উদাসিনতা অত্যন্ত দুঃখজনক।

এমতাবস্থায়, অক্টোবর ০৫ তারিখে সকাল-১০ ঘটিকায় বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট, কুমিল্লায় আয়োজিত ছাত্র পেশাজীবি পরিষদের সমন্বয় সভায় উপস্থিত সকল ছাত্র প্রতিনিধি ও নেতৃবৃন্দের পরামর্শে অক্টোবর ০৭ থেকে ০৮ অক্টোবর ২০২৪ খ্রি. পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন তাদের এই ন্যায়সঙ্গত অধিকার ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন না হলে সন্ধায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *