পটুয়াখালী প্রতিনিধি :: বৈশাখের খরতাপে মানুষের হাঁসফাঁস অবস্থা। মারাত্মক তাপ প্রবাহের ফলে গরমে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, পক্স, অ্যালার্জির মতো বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে, বিভিন্ন জেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ফলে দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালীতে এবার ডায়রিয়া মারাত্মক আকার ধারণ করেছে। জেলা-উপজেলাসহ হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য বলছে, গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় ৫ হাজার ৬৯৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আগের দিন সকাল ৮টা থেকে গতকাল একই সময় পর্যন্ত ১১৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে। এ নিয়ে এক সপ্তাহে ৭৫৮ জন এবং গত এক মাসে ২ হাজার ৮৫১ জন ডায়রিয়া আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬১ জন।
আরো পড়ুন : তীব্র দাবদাহে কুয়াকাটায় হোটেল বুকিং বাতিলের হিড়িক
গত এক সপ্তাহে আক্রান্তের এ হিসাবে স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, এরই মধ্যে বরিশাল বিভাগের মধ্যে পটুয়াখালী ডায়রিয়ার হটস্পটে পরিণত হয়েছে। বিষয়টি ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য অধিদপ্তরকেও। পরিস্থিতি পর্যবেক্ষণ ও কেন এত বেশি মানুষ ডায়রিয়া আক্রান্ত হচ্ছে, তা খতিয়ে দেখতে মঙ্গলবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একটি প্রতিনিধি দল পটুয়াখালী আসছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এসব তথ্য নিশ্চিত করলেও পটুয়াখালীকে বিভাগে ডায়রিয়ার ‘হটস্পট’ মানতে নারাজ।
গতকাল তিনি বলেন, ‘প্রতিবছর এ মৌসুমে ডায়রিয়ার প্রকোপ বাড়ে। বিগত বছরের চেয়ে এবার তাপমাত্রা অস্বাভাবিক। যে কারণে পুরো বিভাগেই ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে। তার মধ্যে পটুয়াখালীতে সবচেয়ে বেশি।’ এ পর্যন্ত ডায়রিয়ায় বরিশাল বিভাগে মৃত্যুর ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ডায়রিয়া আক্রান্ত হয়ে আব্দুস সত্তার ফরাজি (৯০) নামে এক বৃদ্ধ গত রোববার মারা যান। চর বালিয়াতলী গ্রাম থেকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। যদিও জেলা সিভিল সার্জন ডা. এস এম কবির হাসানের দাবি, সত্তার ফরাজি বয়সজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুধু ডায়রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে বিষয়টা এমন নয়।
আরো পড়ুন : গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য নির্ধারিত শয্যা ২১টি। গতকাল হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে বর্তমানে রোগী রয়েছেন ৪৮ জন। শয্যার অতিরিক্ত রোগীদের ঠাঁই হয়েছে মেঝেতে।