মো: আল-আমিন (পটুয়াখালী) : কঠোর নজরদারীতে পটুয়াখালী জেলার ৮ টি উপজেলায় ২৩ টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পটুয়াখালী জেলায় ২৩ টি কেন্দ্রে ১৩ হাজার ২’শ ৬৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে জেলার পরীক্ষা নিয়ন্ত্রন কক্ষ সূত্রে জানা গেছে।
জেলার ৮টি উপজেলায় ২৩ টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ১৩ হাজার ২’শ ৬৮ জন ছাত্র- ছাত্রী অংশগ্রহনের মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় ৫ টি কেন্দ্রে ২,৯৩৬ জন, বাউফল উপজেলায় ৬ টি কেন্দ্রে ৩,৩৭০ জন, গলাচিপা উপজেলায় ৩ টি কেন্দ্রে ২০৭৮ জন, কলাপাড়া উপজেলায় ৪ টি কেন্দ্রে ১,৫৩৮ জন, মির্জাগঞ্জ উপজোয় ১ টি কেন্দ্রে ৯৭৩ জন, দশমিনা উপজেলায় ১ টি কেন্দ্রে ৯৬২ জন, দুমকি উপজেলায় ২টি কেন্দ্রে ৮১৩ জন ও রাঙ্গাবালী উপজেলায় ১ টি কেন্দ্রে ৫৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
চলমান পরীক্ষা নকল মুক্ত,সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে সম্পন্ন করার জন্য পাঁচটি ভিজিলেন্স টিম গঠন করা সহ প্রয়োজনীয় সংখ্যক আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করার ব্যবস্থা নেয়া হয়েছে বলেও পরীক্ষা সূত্র জানায়।