পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ৩৭০৫ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ মে) বেলা ১১টায় পটুয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার হোটেল ছোয়া আবাসিক ৬ষ্ঠ তলা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. আলমগীর হোসেন (৪৩), মো. সবুজ আকন (২৫), মো. মহসীন হাং (৫০), সজল চন্দ্র চ্যাটার্জি (৩০)।
মো.আলমগীর হোসেন ও সজল বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা। এছাড়া সবুজ আকন পটুয়াখালী সদর উপজেলার ও মহসিন হাং পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বাসিন্দা।
আরো পড়ুন : কলাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুর রহমানকে সঙ্গে নিয়ে এসআই দিপায়ন বড়াল, গোলাম সরোয়ার, শিপন শেখের নেতৃত্বে পটুয়াখালী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার সংলগ্ন ছোয়া হোটেলে অভিযান চালান। অভিযানের এক পর্যায়ে ছোয়া হোটেলের ৬ষ্ঠ তলায় আলমগীর হোসেনের ভাড়া বাসা থেকে ৩৭০৫ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়। আসামিদের নামে মামলা রুজু প্রক্রিয়াধীন।