পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়ালীর পায়রা নদীতে যৌথ অভিযানে প্রায় ৫০ হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা মৎস্য অফিস, কোস্টগার্ড এবং পুলিশের যৌথ অভিযানে এ জালগুলো জব্দ হয়। অভিযানের সময় অসাধু জেলেরা পালিয়ে যায় এবং উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ দিন ধরে পায়রা নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ ছিল, কিন্তু কিছু অসাধু জেলে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে জাল ফেলছিলেন। অভিযোগ পাওয়ার পর প্রশাসন এবং মৎস্য অফিসের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মাদ মাহফুজুর রহমান।
তিনি জানান, অভিযানের শুরুতে জেলেরা টের পেয়ে পালিয়ে যায়। তবে প্রশাসনের তৎপরতায় প্রায় ৫০ হাজার মিটার জাল জব্দ করতে সক্ষম হন তারা। উদ্ধারকৃত জালগুলো পায়রা নদীর পাড়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
মুহাম্মাদ মাহফুজুর রহমান আরও জানান, পায়রা নদীতে ইলিশ মাছের প্রজনন মৌসুম চলছে, তাই সরকার এ সময় মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি বলেন, “আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং যারা এ নিষেধাজ্ঞা ভঙ্গ করে তারা শাস্তির আওতায় আসবে।”
এদিকে, স্থানীয় জেলেদের মধ্যে কিছু ক্ষোভ দেখা দিয়েছে। তাদের মতে, নিষেধাজ্ঞার সময় তারা তাদের জীবিকার জন্য বিকল্প কিছু করার সুযোগ পাননি। তবে মৎস্য কর্মকর্তারা তাদের জানিয়েছেন যে, এ নিষেধাজ্ঞা ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য জরুরি।