বরিশাল অফিস :: পটুয়াখালী জেলার গলাচিপায় আমখোলা ইউনিয়নের ‘মুদিরহাট নাইট ক্রিকেট টুর্নামেন্ট’ উদ্বোধন করেন আমখোলা ইউনিয়ন ইউপি সদস্য (চেয়ারম্যান) জনাব কামরুজ্জামান মনির হোসেন।
নাইট টুর্নামেন্টে মোট সাতটি দল অংশগ্রহণ করবে। এ দলগুলো হলো – ব্রাদার্স স্কোয়ার্ড, মা-বাবার দোয়া এন্টারপ্রাইজ, মুদিরহাট কিং একাদশ, হানজালা স্পোর্টিং ক্লাব, টপ এলিবেন, যুব একাদশ, হরিদেবপুর একাদশ।
নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলায় যারা কমিটির দায়িত্ব পালন করবেন তারা হচ্ছেন – রকিবুল ইসলাম রাফি, ইলিয়াস মাহমুদ, মেহেদী হাসান ও মো. রেজাউল।
আমখোলা ইউনিয়ন ইউপি সদস্য (চেয়ারম্যান) জনাব কামরুজ্জামান মনির হোসেন বলেন, আমাদের সবার বাচ্চাদের খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। যাতে করে তারা মাদক থেকে দূরে থাকে। এছাড়া খেলাধুলা হচ্ছে এক ধরনের শারীরিক ব্যায়াম। তাই সব বাবা-মায়ের উচিৎ – লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি বাচ্চাদের আগ্রহ সৃষ্টি করা।