শিরোনাম

পটুয়াখালীর কলাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা

Views: 50

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় হাত-পা বেঁধে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তাঁর দ্বিতীয় স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাইদুল সরদার (৩৫)। তিনি ওই এলাকার মৃত তৈয়বালী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা যানান, রাতে সাইদুল ও তাঁর দ্বিতীয় স্ত্রী খাদিজা বাড়িতে ছিলেন। এ সময় মুখোশধারী দুর্বৃত্তরা তাঁদের বাড়িতে প্রবেশ করে সাইদুলের হাত-পা বেঁধে মাথায় ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী খাদিজা বেগমও আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *