পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সুমন গাজীর উপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। হামলার পর পরই তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রিমন শিকদার জানান, সকালে নিজ বাড়ি থেকে বিএনপি দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন সুমন গাজী। পথিমধ্যে আওয়ামী দলীয় কার্যালয়ের সামনে তার উপর হামলা করে দূর্বৃত্তরা।
তিনি বলেন, এসময় উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালেব তালুকদার উপস্থিত ছিলেন।
হামলায় যুবদল নেতার ডান পা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেও জানান তিনি।
তবে অভিযোগের বিষয় অস্বীকার করে আবদুল মোতালেব তালুকদার বলেন, এ ধরনের কোন ঘটনা আমার সামনে ঘটেনি। গায়েবি অভিযোগ বলে উল্লেখ করেন তিনি।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, আমরা এ ধরনের সংবাদ পাইনি। তবে খোঁজ নিয়ে দেখছি।