শিরোনাম

পটুয়াখালীর দশমিনায় পুকুরে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু

Views: 62

মো: আল-আমিন (পটুয়াখালী): সোমবার (২৩ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার ২ ওয়ার্ড এর একটি পুকুরের পানিতে ডুবে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মো: রাজু উপজেলার সদর ইউনিয়নের দশমিনা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের সোহরাব প্যাদার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার পূর্বমুহূর্তে রাজুকে কোথাও দেখতে না পেয়ে স্বজনদের চিৎকারে শব্দ শুনে বাড়ির ও স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পেছনের পুকুরের পানিতে রাজুকে ভাসতে দেখে অচেতন অবস্থায় উদ্ধার করে।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাদিয়া খায়ের তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন বিষয়টি নিশ্চিত করে­ছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *