মো. আল-আমিন (পটুয়াখালী): শনিবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুমকি থানাধীন লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খালপাড় থেকে চুরি করা গরুরগোশত বিক্রির সময় ৬ জনকে গ্রেফতার করেছে দুমকী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম।
আটক ব্যক্তিরা হলেন- দুমকি উপজেলার লেবুখালী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বারেক হাওলাদারের ছেলে করিম হাওলাদার ওরফে কসাই করিম (২২), বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউপির দাওকাঠী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা খান (২৪), বজলু ভূইয়ার ছেলে আলম ভূঁইয়া (৩০), গারুলিয়া এলাকার মৃত আব্দুল মালেক হাওলাদার ছেলে বশির হাওলাদার (২৬), রুনসি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে এখলাছ হাওলাদার (১৯) ও উত্তর নলুয়া এলাকার কালাম সিকদারের ছেলে কাওসার সিকদার (২৮)।
এসময় দুমকির লেবুখালী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফা বিডিআরের ছেলে সুমন সিকদার (৩৫) পালিয়ে যায়।
আসামিদের কাছ থেকে ১টি কালো ও হালকা লাল রঙের ষাঁড় গরু জবাইয়ের কাজে ব্যবহৃত ১টি চাপাতি ও ১টি চাকু, ১টি মোটরসাইকেল ও ১টি পিকআপ জব্দ করা হয়।
পুলিশ জানায়, পলাতক আসামি সুমন সিকদার নিজের মোটরসাইকেলটি দিয়ে অন্যান্য আসামিদের নিয়ে বিভিন্ন এলাকায় চুরি করার কাজে ব্যবহার করেন। আসামিরা পরস্পর একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। বিভিন্ন এলাকা থেকে পিকআপে করে গরু চুরি করে আনেন। এরপর করিম হাওলাদার ওরফে করিম কসাইয়ের বাড়িতে জবাই করে গোশত বিক্রির দোকানে মাংস বিক্রি করেন।
দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক আবদুল হান্নান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির মামলা রয়েছে।